Election in Public Universities -2025
অপরদিকে, ছাত্রশিবিরের এই বিপুল জয় সম্ভব হল কীভাবে? যে কোনো ভোট জিততে গেলেই সাংগঠনিক শক্তি এবং পরিকল্পনা অত্যন্ত প্রয়োজনীয় সে্ই সাথে কাজ। এই দুই ক্ষেত্রেই জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ -এর কমতি ছিল বলে অনেকেই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর মতামত দিছেন। এই কমতির ফলেই ছাত্রদল ও শিক্ষার্থীদের কাছে তাদের কর্মপরিকল্পনা সঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। অনেকেই বলেছেন ছাত্রশিবিরের প্রার্থীদের তুলনায় ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বাম সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার পদ্ধতি ভোটারদের আকৃষ্ট করতে পারেনি। অনলাইন প্রচারেও শিবির ।
উল্লেখ্্য যে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, “ছাত্রশিবির একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ছেলেরা ক্যাডারভিত্তিক ছাত্ররাজনীতি করে, এটাই তাদের ঐতিহ্য। শিবিরের ছেলে-মেয়েরা নানামুখী পড়াশোনা করে, তাদের একাডেমিক ক্যারিয়ারে সাফল্য ঈর্ষণীয়, যা সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করে। এদের বেশির ভাগেরই আচরণ ভালো। শিবিরের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর তেমন একটা পাওয়া যায় না।
Watch Video [ BBC Bangla]
Click Now [ BBC News]
Get Video [ Shibir Win it influence next future election, BBC News]
1 comment
Youth boys and girls had given vote. This is not accurate assumption for future Bangladesh.
Post a Comment