Header Ads

Header ADS

Election in Public Universities -2025

Election in Public Universities -2025

এ বিষয় যখন কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিনের পর দিন নির্বাচন হচ্ছেই না, তখনই  হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) কেন্দ্রীয় ছাত্র-সংসদের নির্বাচন। এই নির্বাচনটিকে অনেকেই বাংলাদেশের সাধারণ নির্বাচনের একটি মহড়া হিসেবে দেখ। সেদিক থেকে দেখতে গেলে এই নির্বাচনের (Bangladesh Politics) গুরুত্ব ছিল অপরিসীম। বলতে বাধা নেই অনেককেই আশ্চর্য করে, নির্বাচনে জয়লাভ করেছে জামাতের ছাত্র সংগঠন, ছাত্রশিবির। নির্বাচনে কারচুপি নিয়ে কিছু কিছু অভিযোগ উঠেছে সত্যি, তবে মোটের ওপর এই নির্বাচনের ফলাফল সকলে মেনেই নিছেন।

অপরদিকে, ছাত্রশিবিরের এই বিপুল জয় সম্ভব হল কীভাবে? যে কোনো ভোট জিততে গেলেই সাংগঠনিক শক্তি এবং পরিকল্পনা অত্যন্ত প্রয়োজনীয় সে্ই সাথে কাজ। এই দুই ক্ষেত্রেই জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ -এর কমতি ছিল বলে অনেকেই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর মতামত দিছেন। এই কমতির ফলেই ছাত্রদল ও  শিক্ষার্থীদের কাছে তাদের কর্মপরিকল্পনা সঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। অনেকেই বলেছেন ছাত্রশিবিরের প্রার্থীদের তুলনায় ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বাম সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার পদ্ধতি ভোটারদের আকৃষ্ট করতে পারেনি। অনলাইন প্রচারেও শিবির ।


উল্লেখ্্য যে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, “ছাত্রশিবির একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ছেলেরা ক্যাডারভিত্তিক ছাত্ররাজনীতি করে, এটাই তাদের ঐতিহ্য। শিবিরের ছেলে-মেয়েরা নানামুখী পড়াশোনা করে, তাদের একাডেমিক ক্যারিয়ারে সাফল্য ঈর্ষণীয়, যা সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করে। এদের বেশির ভাগেরই আচরণ ভালো। শিবিরের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর তেমন একটা পাওয়া যায় না। 

Watch Video [ BBC Bangla]

Click Now [ BBC News]

Get Video [ Shibir Win it influence next future election, BBC News]


1 comment

beautystyle1963 said...

Youth boys and girls had given vote. This is not accurate assumption for future Bangladesh.

Powered by Blogger.